ঢাকা     ২৬ ডিসেম্বর ২০২৪ ||  ১২ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

আইএমএফের ঋণের তৃতীয় কিস্তির অর্থ পেল বাংলাদেশ

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২২:৩২, ২৭ জুন ২০২৪

আপডেট: ২০:৪৮, ৩০ জুন ২০২৪

আইএমএফের ঋণের তৃতীয় কিস্তির অর্থ পেল বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের তৃতীয় কিস্তির ১১৪ কোটি ৮০ লাখ ডলার পেয়েছে বাংলাদেশ। এর আগে গত সোমবার (২৪ জুন) সংস্থাটির নির্বাহী পর্ষদের সভায় দ্বিতীয় রিভিউ মিশনের প্রতিবেদন পর্যালোচনা শেষে তৃতীয় কিস্তির অর্থ ছাড়ের বিষয়টি অনুমোদন করা হয়।

বৃহস্পতিবার (২৭ জুন) তৃতীয় কিস্তির অর্থ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।

গত বছরের ৩০ জানুয়ারি আইএমএফের নির্বাহী বোর্ডের সভায় বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করা হয়।

সাত কিস্তিতে ৪২ মাসে এ ঋণ পাবে বাংলাদেশ। ঋণের গড় সুদের হার ২ দশমিক ২ শতাংশ। ২০২৬ সাল পর্যন্ত এ ঋণ কর্মসূচি চলাকালীন বাংলাদেশকে বিভিন্ন ধরনের শর্ত পরিপালন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।

গত বছরের ফেব্রুয়ারিতে আইএমএফের কাছ থেকে ঋণের প্রথম কিস্তির ৪৭ কোটি ৬০ লাখ ডলার এবং গত বছরের ডিসেম্বরে দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ৯৮ লাখ ডলার পেয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে তিন কিস্তিতে ঋণের ২২৯ কোটি ৫০ লাখ ডলার পেয়েছে বাংলাদেশ।