ঢাকা     ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  ১ আশ্বিন ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পেলেন নূরুন নাহার

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২১:২০, ১১ আগস্ট ২০২৪

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পেলেন নূরুন নাহার

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবর্তমানে ডেপুটি গভর্নর নূরুন নাহার গভর্নরের দায়িত্ব পালন করবেন। রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিস স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগের কারণে ১১ আগস্ট থেকে নতুন গভর্নরের যোগদানের আগ পর্যন্ত দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে বাংলাদেশ ব্যাংকেরর ডেপুটি গভর্নররা স্ব-স্ব ক্ষেত্রে তাদের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করবেন।

আরও বলা হয়েছে, ডেপুটি গভর্নর নূরুন নাহার গভর্নরের দৈনিক ডাক দেখবেন এবং সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করবেন।

২০২৩ সালের ২ জুলাই নূরুন নাহার ডেপুটি গভর্নরের দায়িত্ব নেন। ডেপুটি গভর্নর পদে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

গত শুক্রবার (৯ আগস্ট) আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন।