ঢাকা     ১৬ ডিসেম্বর ২০২৪ ||  ১ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার খরচ করে বাংলাদেশিরা

প্রকাশিত: ১৫:১৬, ১৫ ডিসেম্বর ২০২৪

বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার খরচ করে বাংলাদেশিরা

বাংলাদেশিরা বিদেশে চিকিৎসার জন্য বছরে পাঁচ বিলিয়ন ডলারের বেশি খরচ করেন বলে জানিয়েছেনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থার কারণে বাংলাদেশিদের প্রাথমিক গন্তব্য ভারত ও থাইল্যান্ড।

তার মন্তব্য বাংলাদেশিদের মধ্যে চিকিৎসা পর্যটনের ক্রমবর্ধমান প্রবণতা তুলে ধরে, কারণ অনেক ব্যক্তি বিশেষায়িত চিকিৎসার জন্য বিদেশে ভ্রমণ করেন যা দেশে সহজলভ্য বা সাশ্রয়ী নয়।

পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত 'ক্রস বর্ডার ডাটা ফ্লো: এ বাংলাদেশ পারসপেক্টিভ' শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন। রোববার রাজধানীর একটি হোটেলে এ কর্মশালার আয়োজন করা হয়।

এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরো জানান, এই খরচের একটি বড় অংশ অনানুষ্ঠানিকভাবে হয়। এতে দেশের ব্যালেন্স অব পেমেন্ট বা বৈদেশিক লেনদেনের উপর যথেষ্ট চাপ তৈরি হয়। এ সমস্যা সমাধানের জন্য, তিনি ডেটা প্রক্রিয়াকরণের জন্য একটি আইনি কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।