ঢাকা     ০২ জানুয়ারি ২০২৫ ||  ১৯ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

২০৩৯ সালের মধ্যে সুইস ও সুইডিশ অর্থনীতিকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৯, ৩০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৬:৪১, ৩০ ডিসেম্বর ২০২৪

২০৩৯ সালের মধ্যে সুইস ও সুইডিশ অর্থনীতিকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ

আগামী ১৫ বছরে বাংলাদেশ বিশ্বের ২১তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে। এসময়ের মধ্যে সুইজারল্যান্ড, বেলজিয়ামের মতো অর্থনীতির দেশকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ।  

লন্ডন-ভিত্তিক সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) অনুসারে, উল্লেখযোগ্য অবকাঠামোগত বিনিয়োগ এবং ক্রমবর্ধমান জনসংখ্যাগত লভ্যাংশ এই প্রবৃদ্ধির পেছনে রয়েছে। যার মূল চালিকাশক্তি হলো ওষুধ ও ইলেকট্রনিক্সের মতো খাতে অর্থনৈতিক বৈচিত্র্য, পাশাপাশি প্রতিষ্ঠিত টেক্সটাইল শিল্প।

১৬তম বার্ষিক ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্টে, সিইবিআর ভবিষ্যদ্বাণী করেছে যে আগামী ১৫ বছরে বাংলাদেশের অর্থনীতি সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সুইডেন এবং বেলজিয়ামের মতো উচ্চ-আয়ের দেশগুলিকে ছাড়িয়ে যাবে।

বর্তমান মার্কিন ডলারে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) উপর ভিত্তি করে এই পূর্বাভাস অনুসারে, ২০৩৯ সালের মধ্যে বাংলাদেশ ১.৬০ ট্রিলিয়ন ডলারের জিডিপি অর্জন করবে। বর্তমানে ৪৩৪ বিলিয়ন ডলারের জিডিপি নিয়ে বিশ্বের ৩৭তম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে স্থান পাওয়া বাংলাদেশ আগামী দুই দশকে ১৬ ধাপ এগিয়ে বিশ্বব্যাপী ২১তম বৃহত্তম অর্থনীতি হিসেবে তার স্থান নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।