মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) ‘নগদ’ এর পরিচালনায় দুই হাজার ৩০০ কোটি টাকার অনিয়ম খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এর মধ্যে ৬০০ কোটি টাকা অতিরিক্ত ই-মানি তৈরি হয়েছে।
রোববার রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত 'ডিজিটাল ফিন্যান্সিয়াল ইকোসিস্টেম: ব্রিজিং দ্য গ্যাপস' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
এসময় গভর্নর বলেন, নগদে অনিয়ম খুঁজে বের করতে অনুসন্ধান চলছে। আমরা সেখানে গুড গভর্নেন্স নিশ্চিত করতে চাই। পরবর্তী সময়ে সেখানে নতুন বিনিয়োগ আহ্বান করা হবে। আমরা ভবিষ্যতে নগদকে সবার ওপরে নিয়ে যেতে চাই।
টেলিকম সেক্টরে ট্যাক্স বাড়ানো নিয়ে আরও ভাবা উচিত বলে উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশের টেলিকম সেক্টরের ট্যাক্স রেট ওয়ার্ল্ডের হাইয়েস্ট। এটিকে আরও বাড়ানো প্রয়োজন কি না, আমাদের ভাবা উচিত। কারণ, এটি টেলিকম সেক্টরের এফডিআই কমিয়ে দিতে পারে বা অপারেটদের সার্ভিস আরও খারাপ হয়ে যেতে পারে।