ঢাকা     ২৩ জানুয়ারি ২০২৫ ||  ১০ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ব্যবসার জন্য দুবাইয়ে তৈরি হচ্ছে ‘ক্রিপ্টো টাওয়ার’

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ২৩ জানুয়ারি ২০২৫

ব্যবসার জন্য দুবাইয়ে তৈরি হচ্ছে ‘ক্রিপ্টো টাওয়ার’

ব্লকচেইন, ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স বা ডিফাই ও ওয়েবথ্রি কমিউনিটির জন্য দুবাইয়ে তৈরি হচ্ছে ‘ক্রিপ্টো টাওয়ার’ নামের ভবন। সম্প্রতি ইন্টারন্যাশনাল বিজনেস ডিস্ট্রিক্ট ডিএমসিসি ও রিইট ডেভেলপমেন্ট এ টাওয়ার নির্মাণে চুক্তি করেছে, যার অবস্থান জুমেইরাহ লেক টাওয়ার্স এলাকায়।

ক্রিপ্টো টাওয়ারে ১ লাখ ৫০ হাজার বর্গফুটের স্পেস থাকবে, যার মধ্যে নয়টি অফিস ফ্লোর ও ব্লকচেইন ইনকিউবেটর, ভেঞ্চার ক্যাপিটাল ও ইনভেস্টমেন্ট ফার্মের জন্য পৃথক ফ্লোর অন্তর্ভুক্ত। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত উদ্ভাবনের জন্য পৃথক একটি ফ্লোর রাখা হয়েছে।

নির্মাতাদের মতে, ব্লকচেইন, অন-চেইন ভোটিং ও স্মার্ট কনট্রাক্ট ব্যবহার করে রিয়েল এস্টেট ও টেনেন্ট ম্যানেজমেন্টে একটি নতুন মান তৈরি করবে এ ভবন। এখানে ১০ হাজার বর্গফুটের একটি ইনডোর ইভেন্ট স্পেস এবং ৩ হাজার ৫০০ বর্গফুটের একটি আউটডোর স্পেস ক্রিপ্টো ও ব্লকচেইন ইভেন্টের জন্য বরাদ্দ থাকবে। ওপরের তিনটি ফ্লোরে ৩০ হাজার বর্গফুটের এক্সক্লুসিভ ক্রিপ্টো ক্লাব থাকবে, যেখানে ব্লকচেইন কমিউনিটির সঙ্গে উচ্চ স্তরের সহযোগিতা এবং নেটওয়ার্কিংয়ের জন্য প্রিমিয়াম সুবিধা ও বিনোদনের ব্যবস্থা অন্তর্ভুক্ত।

এসবের পাশাপাশি ক্রিপ্টো টাওয়ারে এনএফটি আর্ট গ্যালারি, গোল্ড বুলিয়ন শপ ও এক্সোটিক কার ডিলারশিপ থাকবে। পাঁচ হাজার বর্গফুটের একটি পৃথক ভল্ট স্টোরেজ থাকবে, যেখানে স্বর্ণ, নগদ ও কোল্ড ওয়ালেটসহ মূল্যবানসামগ্রী নিরাপদে রাখা যাবে।

ক্রিপ্টো টাওয়ার সম্পর্কে ডিএমসিসির নির্বাহী চেয়ারম্যান ও সিইও আহমেদ বিন সুলাইয়েম বলেন, ‘ক্রিপ্টো টাওয়ার একটি পথপ্রদর্শক উন্নয়ন হবে। যার অবস্থান ব্লকচেইন, ওয়েবথ্রি ও রিয়েল এস্টেটের সংযোগস্থলে।’ অন্যদিকে রিইট ডেভেলপমেন্টের কমিউনিকেশনস ডিরেক্টর ব্রেন্ডা স্ট্র্যাটন বলেন, ‘ব্লকচেইন প্রযুক্তিকে বাস্তব নির্মাণের সঙ্গে মিলিয়ে দুবাইয়ের ডিএমসিসিতে আমরা এমন একটি টাওয়ার তৈরি করছি, যা ক্রিপ্টো কমিউনিটির কেন্দ্রস্থল হিসেবে কাজ করবে।’