জিডিপি প্রবৃদ্ধি ৪ বছরে সর্বনিম্ন, কমেছে মাথাপিছু আয়
গত চার বছরের মধ্যে গত অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি হয়েছে সর্বনিম্ন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চূড়ান্ত হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বেড়েছে ৪.২২ শতাংশ।
এটি বিবিএসের সাময়িক প্রাক্কলনের চেয়ে ১.৬ শতাংশীয় পয়েন্ট কম। গত বছরের মে মাসে বিবিএস যে সাময়িক প্রাক্কলন প্রকাশ করেছিল, তাতে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছিল ৫.৮২ শতাংশ।
গতকাল (রোববার) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আনুষ্ঠানিকভাবে বিবিএসের এ তথ্য জানানো হয়। পরে সন্ধ্যায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, চলতি অর্থবছরের জন্য মোট জিডিপির আকার ৪৫৯ বিলিয়ন ডলারের সাময়িক প্রাক্কলন থেকে কমিয়ে ৪৫০ বিলিয়ন ডলার করা হয়েছে।
জিডিপি কমায় দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৩৮ ডলার, যা আগে ২ হাজার ৭৮৪ ডলার প্রাক্কলন করা হয়েছিল।
উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরে করোনা মহামারির সময় দেশে প্রবৃদ্ধি হয়েছিল ৩.৪৫ শতাংশ, যা কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন।