ঢাকা     ২২ ফেব্রুয়ারি ২০২৫ ||  ১০ ফাল্গুন ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ড লেনদেন: শীর্ষ থেকে চারে ভারত

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১২:১৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৪৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ড লেনদেন: শীর্ষ থেকে চারে ভারত

আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সঙ্গে ভিসা জটিলতার কারণে দেশটিতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে লেনদেন উল্লেখযোগ্য হারে কমেছে। 

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের ৫ আগস্টের পর ছয় মাসের ব্যবধানে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড লেনদেনে শীর্ষে থাকা ভারতের অবস্থান এখন চতুর্থ স্থানে।

ডিসেম্বরে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড লেনদেনে শীর্ষ রয়েছে যুক্তরাষ্ট্র, দুইয়ে থাইল্যান্ড ও তিনে আছে সিঙ্গাপুর। 

ওই মাসে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা খরচ করেছে ৪৯১ টাকা। আগের মাস নভেম্বরে খরচের পরিমাণ ছিল ৪৩২ কোটি টাকা।

বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ নভেম্বরের তুলনায় ডিসেম্বরে বাড়লেও ভারতে এ খরচ কমেছে।

২০২৪ সালের জুনে ভারতে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা খরচ করেছিল ৯২ কোটি টাকা বা মোট খরচের ১৭.৫৬ শতাংশ। ওই মাসে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে লেনদেনে ভারতের অবস্থান ছিল প্রথম।

এরপর গত অক্টোবরে ভারতে বাংলাদেশিরা খরচ করেছে ৫৩ কোটি টাকা বা মোট লেনদেনের ১০.৭৮ শতাংশ। এই মাসে ভারতে বাংলাদেশিদের অবস্থান নেমে এসেছে তৃতীয়।

সর্বশেষ তথ্য বলছে, ২০২৪ সালের ডিসেম্বরে ভারতে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচ কমে দাঁড়িয়েছে ৪০ কোটি টাকা—যা ছিল মোট খরচের ৮.১৩ শতাংশ।