ঢাকা     ২২ ফেব্রুয়ারি ২০২৫ ||  ১০ ফাল্গুন ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ঈদ উপলক্ষে আসছে নতুন নোট, থাকছে শেখ মুজিবেরই ছবি

প্রকাশিত: ১১:৫০, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ঈদ উপলক্ষে আসছে নতুন নোট, থাকছে শেখ মুজিবেরই ছবি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ থেকে বাজারে নতুন নোট ছাড়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ৫ টাকা, ২০ টাকা ও ৫০ টাকার এসব নতুন নোটে আগের মতোই থাকছে শেখ মুজিবুর রহমানের ছবি। ছোট এসব নোটের পাশাপাশি বাজারে ছাড়া ১০০ টাকা থেকে শুরু করে সবক’টি নোট ও স্মারক মুদ্রায় শেখ মুজিবুর রহমানের ছবি শোভা পাচ্ছে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

যদিও পুরনো ডিজাইনের নতুন নোট বাজারে ছাড়া নিয়ে খোদ কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের ভাষ্য মতে, গণ-অভ্যুত্থানের পর সবার আগে ৫০০ ও ১০০০ হাজার টাকার নোট বাতিল ঘোষণার প্রয়োজন ছিল। এর মাধ্যমে আওয়ামী লীগ নেতাসহ সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তাদের কাছে থাকা হাজার হাজার কোটি টাকার নোট কাগজে রূপান্তর হতো। তখন নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়লে ভালো হতো। এর মাধ্যমে নোট থেকে শেখ মুজিবুর রহমানের ছবিও বাদ পড়ত। কিন্তু বাংলাদেশ ব্যাংক সেটি না করায় গণ-অভ্যুত্থানের সাত মাস পর বাজারে শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত নতুন নোট ছাড়তে যাচ্ছে। এ মুহূর্তে শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত ২০ হাজার কোটি টাকার নতুন নোট ছাপানো রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের হাতে বিপুল পরিমাণ ছাপানো নোট থাকার কারণে সেগুলো হুট করে বাতিল করা যাচ্ছে না। সেটা করলে বিপুল অংকের অর্থের অপচয় হয়। আর সেজন্যই আগের ছাপানো নোটগুলোই ঈদুল ফিতর উপলক্ষে বাজারে ছাড়া হচ্ছে।

এদিকে, নতুন নোটের ডিজাইন চূড়ান্ত হয়েছে। আগামী এপ্রিল-মে নাগাদ সেই নোট বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। ধীরে ধীরে বাজার থেকে পুরনো নোট তুলে নেয়া হবে বলে জানিয়েছেন আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর পর্যন্ত বাজারে কেন্দ্রীয় ব্যাংকের ইস্যুকৃত নোট ছিল ৩ লাখ ১ হাজার ৭৭৪ কোটি টাকার। এর মধ্যে ২ লাখ ৭৭ হাজার ৪৫৬ কোটি টাকাই ছিল ব্যাংক খাতের বাইরে। ব্যাংকে থাকা নগদ টাকার পরিমাণ ছিল মাত্র ২৪ হাজার ৩১৭ কোটি। 

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার টানা দেড় দশকের শাসনামলে দেশের সবক’টি মুদ্রার মধ্যেই তার পিতা শেখ মুজিবুর রহমানের ছবি প্রতিস্থাপন করেছেন। এ মুহূর্তে বাজারে প্রচলিত থাকা ১ টাকার মুদ্রা থেকে শুরু করে প্রতিটি মুদ্রা ও কাগুজে নোটে শেখ মুজিবের ছবি রয়েছে। মুদ্রা ও নোটের পাশাপাশি বিভিন্ন দিবস উপলক্ষে কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা প্রায় সবকয়টি ‌‘স্মারক মুদ্রা’য়-ও স্থান পেয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি। বর্তমানে দেশে ১৫টির বেশি সোনা ও রুপার স্মারক মুদ্রা প্রচলিত রয়েছে।