ঢাকা     ২২ ফেব্রুয়ারি ২০২৫ ||  ১০ ফাল্গুন ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ

প্রকাশিত: ১৪:৩৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটেরই উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ফলে কেন্দ্রটি থেকে উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যেই এই বিদ্যুৎকেন্দ্র থেকে আবারও উৎপাদন শুরু হওয়ার আশা ব্যক্ত করেছে কর্তৃপক্ষ ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) চলমান ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিটের বয়লারে লিকেজ হওয়ার কারণে তা বন্ধ করে দেওয়া হয়।  

তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই কাউন্টার থেকে উৎপাদন শুরু হবে বলে জানান তিনি। 

উল্লেখ্য, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১ ও ২ নম্বর ইউনিট প্রতিটি ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন আর ৩ নম্বর ইউনিটটি ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন। এর মধ্যে ২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে । ১ ও ৩ নম্বর ইউনিট থেকে উৎপাদন হচ্ছিল ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ। 

যান্ত্রিক ত্রুটির কারণে গত ১৫ ফেব্রুয়ারি ৩ নম্বর ইউনিট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। চালু ছিল শুধু ১ নম্বর ইউনিট। সেই ইউনিটে বয়লারে লিকেজ হওয়ায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে মঙ্গলবার ১ নম্বর ইউনিটটিও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন কার্যক্রম।