
চলতি ২০২৪-২৫ অর্থবছরের ফেব্রুয়ারি মাসের প্রথম ২২ দিনে প্রবাসী বাংলাদেশিরা প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, চলতি মাসের প্রথম ২২ দিনে দেশে ১৯৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় ৮৩ কোটি মার্কিন ডলার এবং ৪৩টি বেসরকারি খাতের ব্যাংকের মাধ্যমে এসেছে ১০৯ কোটি মার্কিন ডলার।
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির মাধ্যমে দেশে সর্বোচ্চ ২৭ কোটি ৪৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
দ্বিতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে এসেছে ২৬ কোটি ৯২ লাখ মার্কিন ডলার এবং তৃতীয় সর্বোচ্চ জনতা ব্যাংক পিএলসির মাধ্যমে এসেছে ১৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।
চলতি বছর জানুয়ারিতে ২১৮ কোটি মার্কিন ডলার এবং গত বছর ডিসেম্বর মাসে ২৬৪ কোটিমার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বাংলাদেশে।