ঢাকা     ০৯ মার্চ ২০২৫ ||  ২৫ ফাল্গুন ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

অর্থবছরের ১ম আট মাসে রপ্তানি বেড়েছে প্রায় ১১%

প্রকাশিত: ১১:৫৯, ৫ মার্চ ২০২৫

আপডেট: ১৩:৫৫, ৬ মার্চ ২০২৫

অর্থবছরের ১ম আট মাসে রপ্তানি বেড়েছে প্রায় ১১%

মাসে রপ্তানি বেড়েছে ১১ শতাংশ

চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম আট মাসে  (জুলাই-ফেব্রুয়ারি) দেশের পণ্য রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১১ শতাংশ  প্রবৃদ্ধি হয়েছে। এই সময়ে বাংলাদেশ ৩২.৯৪ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছ।  

গত অর্থবছরের (২০২৩-২৪) এই সময়ে রপ্তানি আয় ছিল ২৯.৮০ বিলিয়ন মার্কিন ডলার। 

এর মধ্যে কেবল জানুয়ারিতেই রপ্তানি আয় ২.৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩.৯৭ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে যা ছিল ৩.৮৬ বিলিয়ন ডলার।

মঙ্গলবার (৪ মার্চ) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আনুষ্ঠানিকভাবে এ রপ্তানি প্রতিবেদন প্রকাশ করেছে।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম আট মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি আয়ে বরাবরের মতোই ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়া উল্লেখযোগ্য খাতের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত মাছ ও প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে।

চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের তুলনায় ১২.৪৪ শতাংশ বেশি।