ঢাকা     ১০ মার্চ ২০২৫ ||  ২৬ ফাল্গুন ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

২৩ মার্চ বেতন-বোনাস পাচ্ছে চাকরিজীবীরা

প্রকাশিত: ১২:৪০, ১০ মার্চ ২০২৫

২৩ মার্চ বেতন-বোনাস পাচ্ছে চাকরিজীবীরা

মাস শেষ হওয়ার আগেই মার্চ মাসের বেতন পাচ্ছেন সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও সামরিক বাহিনীর সদস্যরা। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মার্চের বেতনসহ ঈদ বোনাস আগামী ২৩ মার্চ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। রোববার (৯ মার্চ) অর্থ মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

সরকারের বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপন হবে। তাই ঈদের এক সপ্তাহ আগেই চাকরিজীবীদের বেতন ও ঈদ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়।

তবে ১৪ এপ্রিল অনুষ্ঠেয় পহেলা বৈশাখের ভাতা ঈদের পর দেওয়া হবে। এছাড়া অবসরপ্রাপ্ত পেনশনারদের মার্চের অবসর ভাতাও ২৩ মার্চ দেওয়া হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।