ঢাকা     ১২ মার্চ ২০২৫ ||  ২৮ ফাল্গুন ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ট্রাম্পের শুল্ক যুদ্ধে ৪ ট্রিলিয়ন ডলার হারাল মার্কিন শেয়ারবাজার

প্রকাশিত: ১২:৩৫, ১১ মার্চ ২০২৫

ট্রাম্পের শুল্ক যুদ্ধে ৪ ট্রিলিয়ন ডলার হারাল মার্কিন শেয়ারবাজার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ আতঙ্ক তৈরি করেছে বিনিয়োগকারীদের মধ্যে। অর্থনৈতিক মন্দার শঙ্কায় মার্কিন  বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দিচ্ছেন। ফলে গত মাসে এসঅ্যান্ডপি ৫০০ সূচক শীর্ষ থেকে প্রায় চার ট্রিলিয়ন ডলার কমেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের নতুন নীতি ব্যবসা, ভোক্তা ও বিনিয়োগকারীদের জন্য অনিশ্চয়তা বাড়িয়েছে। বিশেষ করে কানাডা, মেক্সিকো ও চীনের মতো প্রধান বাণিজ্য অংশীদারদের ওপর একের পর এক শুল্ক আরোপের সিদ্ধান্ত।

ওয়েলথ এনহ্যান্সমেন্টের সিনিয়র ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট আয়াকো ইয়োশিওকা বলেন, 'আমরা পরিষ্কারভাবে বড় একটি পরিবর্তনের ইঙ্গিত পাচ্ছি। আগে যা কাজ করেছে, তার অনেক কিছুই এখন কাজ করছে না।'

সোমবার মার্কিন পুঁজিবাজারে বিক্রির পরিমাণ আরও বেড়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বেঞ্চমার্ক সূচক এসঅ্যান্ডপি ৫০০ (.এসপিএক্স) দুই দশমিক সাত শতাংশ কমেছে, যা বছরে একদিনে সর্বোচ্চ পতন। নাসডাক কম্পোজিট (.আইএক্সআইসি) চার শতাংশ কমেছে, যা ২০২২ সালের সেপ্টেম্বরের পর একদিনে বড় পতন।

সোমবার এসঅ্যান্ডপি ৫০০ গত ১৯ ফেব্রুয়ারির রেকর্ড শীর্ষ অবস্থান থেকে আট দশমিক ছয় শতাংশ কমেছে, ওই সময় থেকে বাজার মূল্য চার ট্রিলিয়ন ডলারের বেশি কমেছে এবং সূচক দশ শতাংশ পতনের কাছাকাছি আছে। নাসডাক বৃহস্পতিবার ডিসেম্বরের সর্বোচ্চ থেকে দশ শতাংশের বেশি কমেছে।

ট্রাম্পের বাণিজ্য নীতি বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করবে কিনা এবং এ কারণে শেয়ারবাজারে কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়ে কোনো ভবিষ্যদ্বাণী করেননি ডোনাল্ড ট্রাম্প।