ঢাকা     ১২ মার্চ ২০২৫ ||  ২৮ ফাল্গুন ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই

প্রকাশিত: ১২:১১, ১২ মার্চ ২০২৫

এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই

বিশিষ্ট ব্যবসায়ী, এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল স্থানীয় সময় ৯টা ৩১ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ৩১ মিনিট) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার পাশে তার সন্তানরা ছিলেন।

বহুজাতিক প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে চামড়ার ব্যবসায় নামেন সৈয়দ মঞ্জুর এলাহী, এবং সময়ের সঙ্গে তিনি হয়ে ওঠেন দেশের চামড়া খাতের অন্যতম সফল উদ্যোক্তা। তার হাত ধরেই বাংলাদেশে উৎপাদিত চামড়ার জুতা প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে রপ্তানি শুরু হয়। রপ্তানির পাশাপাশি দেশীয় জুতার বাজারেও অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।

১৯৭২ সালে ‌‘মঞ্জুর ইন্ডাস্ট্রিজ’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি, যা কমিশনের ভিত্তিতে চামড়া বিক্রির কাজ করত। রপ্তানিমুখী জুতা উৎপাদনকারী কারখানা হিসেবে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের যাত্রা ১৯৯০ সালে। যদিও প্রতিষ্ঠানটির ভিত্তি তৈরি হয়েছিল সত্তরের দশকের মাঝামাঝি। সে সময় লোকসানি প্রতিষ্ঠান ওরিয়ন ট্যানারিকে নিলামে তোলে সরকার। ১২ লাখ ২২ হাজার ডলারে ট্যানারিটি কিনে নেন উদ্যোক্তা সৈয়দ মঞ্জুর এলাহী। এর নাম পরিবর্তন করে রাখা হয় এপেক্স ট্যানারি। এরপর দ্রুতই ক্রেতাদের আস্থা অর্জন করে নেয় এপেক্স ফুটওয়্যার।

সৈয়দ মঞ্জুর এলাহী ১৯৯৬ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তখন তিনি যোগাযোগ, নৌপরিবহন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন, ডাক ও টেলিযোগাযোগ এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০০১ সালেও তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তখন তিনি কৃষি, নৌপরিবহন, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

এসবের বাইরে সংগঠক হিসেবেও অনেক কাজ করেছেন সৈয়দ মঞ্জুর এলাহী। তিনি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্যও ছিলেন তিনি।