ঢাকা     ১৪ মার্চ ২০২৫ ||  ২৯ ফাল্গুন ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

আরও তিন ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত

প্রকাশিত: ১৩:১৪, ১৩ মার্চ ২০২৫

আরও তিন ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত

দেশের আরও তিন বেসরকারি ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক তিনটি হলো: মেঘনা, এনআরবি এবং এনআরবি কমার্শিয়াল। একইসঙ্গে প্রতিটি ব্যাংকে ৬ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

বুধবার (১২ মার্চ) রাতে আরিফ হোসেন খান জানান, এসব ব্যাংকের পরিচালকরা তাদের স্ব স্ব ব্যাংকের চেয়ারম্যান কে হবে, তা তারা নির্বাচিত করবেন। আগামীকাল (বৃহস্পতিবার) এসব বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ৮টিসহ মোট ১১ ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন বোর্ড গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। 

সে সময়ই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছিলেন, পর্যায়ক্রমে আরও কিছু ব্যাংকের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তারই ধারাবাহিকতায় এবার দ্বিতীয়বারের মতো অ্যাকশনে গিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।