পুঁজিবাজারে নতুন তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক ২০২০ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ের আর্থিক অবস্থা প্রকাশ করেছে। এই নয় মাসে কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় বেড়ে প্রায় সাড়ে ৬ গুণ হয়েছে।
ব্যাংকটির দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, ২০২০ জানুয়ারি-সেপ্টেম্বর এই নয় মাসে ব্যাংকটির মুনাফা হয়েছে ১৪০ কোটি ৬৪ লাখ ২০ হাজার টাকা। এতে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৪১ পয়সা। আগের বছরের একই সময়ে মোট মুনাফা হয় ২২ কোটি ১ লাখ ১০ হাজার টাকা। এতে শেয়ার প্রতি মুনাফা হয় ৩৮ পয়সা।
এর মধ্যে ২০২০ সালের জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে মোট মুনাফা হয়েছে ১০৪ কোটি ৪৬ লাখ টাকা। এতে শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। আগের বছরের একই সময়ে মোট মুনাফা হয় ৩ লাখ ৬০ হাজার টাকা। এতে শেয়ার প্রতি মুনাফা হয় ১পয়সা।
ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলন করে আজ (সোমবার) থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের। আইপিওতে শেয়ার ছেড়ে ব্যাংকটি ১২০ কোটি টাকা সংগ্রহ করে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় ১০ টাকা।
ব্যাংকটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে ছিল এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট লিমিটেড ও এএফসি ক্যাপিটাল লিমিটেড।