ঢাকা     ১৭ মার্চ ২০২৫ ||  ৩ চৈত্র ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে ৪৩ দেশ

প্রকাশিত: ১৩:৩৪, ১৬ মার্চ ২০২৫

যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে ৪৩ দেশ

যুক্তরাষ্ট্র ভ্রমণে বিশ্বের ৪৩ দেশের নাগরিকের ওপর বিভিন্ন মাত্রায় নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এ পরিকল্পনা নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করা কর্মকর্তাদের বরাতে গতকাল (শনিবার) নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এবারের নিষেধাজ্ঞা ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত বিধিনিষেধের চেয়েও ব্যাপক হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের অংশ হিসেবে একটি খসড়া তালিকা সুপারিশ করেছেন দেশটির কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা। এর মধ্যে লাল তালিকায় স্থান পাচ্ছে ১১টি দেশ, যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ থাকবে। দেশগুলো হলো আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনিজুয়েলা ও ইয়েমেন।

খসড়া প্রস্তাবে ‌‘কমলা’ তালিকায় রাখা হয়েছে ১০টি দেশকে। এসব দেশের নাগরিকদের ভিসা দেয়ার ক্ষেত্রে কড়াকড়ি থাকবে, তবে ভিসা একেবারে বন্ধ থাকবে না। এক্ষেত্রে ধনী ব্যবসায়ীদের ভ্রমণের অনুমতি দেওয়া হতে পারে। কিন্তু অভিবাসী বা পর্যটন ভিসায় কাউকে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। সেই তালিকায় থাকা নাগরিকদের ভিসা পেতে বাধ্যতামূলকভাবে সরাসরি সাক্ষাৎকারের মুখোমুখি হতে হবে।

কমলা তালিকায় থাকা এ ১০ দেশ হলো বেলারুশ, ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান ও তুর্কমেনিস্তান।

খসড়া প্রস্তাবে ২২টি দেশকে ‘হলুদ’ তালিকায় রাখা হয়েছে। এ তালিকায় থাকা দেশগুলোকে তাদের ত্রুটি সংশোধনের জন্য ৬০ দিন সময় দেওয়া হবে। এ সময়ের মধ্যে তারা যদি ত্রুটি কাটিয়ে উঠতে না পারে, তবে তাদের লাল বা কমলা তালিকার অন্তর্ভুক্ত করার আলটিমেটাম দেওয়া হবে।

এ তালিকায় আছে অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, বেনিন, বুরকিনা ফাসো, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, শাদ, রিপাবলিক অব কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ডমিনিকা, ইকুয়েটোরিয়াল গিনি, গাম্বিয়া, লাইবেরিয়া, মালাউই, মালি, মৌরিতানিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সাও তোমে অ্যান্ড প্রিন্সিপে, ভানুয়াতু ও জিম্বাবুয়ে।