ঢাকা     ৩১ মার্চ ২০২৫ ||  ১৭ চৈত্র ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

মার্চের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪৩ কোটি ডলার  

প্রকাশিত: ১৩:১২, ২৪ মার্চ ২০২৫

আপডেট: ১১:৪৪, ২৫ মার্চ ২০২৫

মার্চের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪৩ কোটি ডলার  

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর প্রবাহ বাড়ছে। এর ধারাবাহিকতায় চলতি মার্চ মাসের প্রথম ২২ দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়েছে ২৪৩ কোটি ৭৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার (২৯ হাজার ৯৮২ কোটি টাকা)। দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ১১ কো‌টি ডলার বা এক হাজার ৩৬২ কো‌টি টাকা।

গতকাল রোববার (২৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, মার্চ মাসের প্রথম ২২ দিনে দেশে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৫২ কোটি ৭৩ লাখ ৯০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১৯ কোটি ৯২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭০ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৫ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, আগস্টে এসেছে ২২২ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বর মাসে ২১৯ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার, ডিসেম্বর মাসে ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার, জানুয়ারি মাসে ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার এবং ফেব্রুয়ারিতে এসেছে ২৫২ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।