ঢাকা     ১৪ এপ্রিল ২০২৫ ||  ১ বৈশাখ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বিনিয়োগ সম্মেলন ২০২৫

এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড পেলো ৪ প্রতিষ্ঠান

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৪:২১, ১০ এপ্রিল ২০২৫

এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড পেলো ৪ প্রতিষ্ঠান

দেশের বিনিয়োগে অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি স্বরূপ চার প্রতিষ্ঠানকে এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করেছে বাংলাদেশ সরকার। উদ্ভাবন ক্যাটাগরিতে ফ্যাব্রিক লাগবে লিমিটেড, বিদেশী বিনিয়োগে বিকাশ, স্থানীয় প্রতিষ্ঠান হিসেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ওয়ালটনকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। 

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধনী দিনে বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন।

এছাড়া বাংলাদেশের শিল্প খাতের বিকাশ ও বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং বৈদেশিক আয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড) পরিচালনাকারী প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছে। তার হাতে এ স্বীকৃতি তুলে দেন ড. মুহাম্মদ ইউনূস।

কিহাক সাং বাংলাদেশে সর্বোচ্চ বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম। ১৯৮০ সাল থেকে তিনি বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে আসছেন।

বাংলাদেশের রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়ে কিহাক সাং তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে আমি সত্যিই গর্বিত।’

বাংলাদেশে পোশাক শিল্প উদ্যোক্তাদের মধ্যে ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং ছিলেন প্রথম বিদেশী বিনিয়োগকারী। ইয়াংওয়ান ১৯৮০ সালের মে মাসে টেক্সটাইল ও অ্যাপারেল রপ্তানি খাতে প্রথম বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে এবং এ শিল্পে নারী কর্মসংস্থানের পথিকৃৎ হিসেবে পরিচিত।