ঢাকা     ১৪ এপ্রিল ২০২৫ ||  ১ বৈশাখ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

আইসিবি ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৯, ১০ এপ্রিল ২০২৫

আপডেট: ২২:২১, ১০ এপ্রিল ২০২৫

আইসিবি ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

আইসিবি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার (৯ এপ্রিল) এক চিঠির মাধ্যমে ব্যাংকটিকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আদেশে বলা হয়েছে, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকে সুশাসন নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ব্যাংকে পাঠানো আদেশে উল্লেখ করা হয়েছে, আইসিবি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনাগত ও পরিচালনা পর্ষদের দুর্বলতার কারণে ব্যাংকটি ব্যাপক মূলধন ও প্রভিশন ঘাটতিতে পড়েছে। একইসঙ্গে রয়েছে বিপুল পরিমাণ শ্রেণীকৃত বিনিয়োগ, বড় অঙ্কের পুঞ্জীভূত  লোকসান, ব্যবস্থাপনায় চরম অস্থিরতা, প্রবল তারল্য সংকট এবং সামগ্রিকভাবে গুরুতর আর্থিক সংকট। এসবের পেছনে পর্ষদের নীতিনির্ধারণী ব্যর্থতা এবং পর্ষদ সংশ্লিষ্ট নানা কর্মকাণ্ড ব্যাংকিং সুশাসন ও শৃঙ্খলার পরিপন্থী হওয়ায়, ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে জনস্বার্থে ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় বিদ্যমান পরিচালনা পর্ষদ বাতিলের আদেশ জারি করা হলো।

আদেশে আরও বলা হয়েছে, এ আদেশ সংশ্লিষ্ট সকলকে অবহিত করার লক্ষ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব সাময়িকভাবে পালনের জন্য নিযুক্ত কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হলো।

বাংলাদেশ ব্যাংকের আরেক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আইসিবি ইসলামী ব্যাংকের আমানতকারীদের স্বার্থ এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মজিবুর রহমানকে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেয়া হয়েছে।