ঢাকা     ১৬ ডিসেম্বর ২০২৪ ||  ২ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর কমলো আড়াই শতাংশ

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৬:২৫, ৩ জুন ২০২১

আপডেট: ১৬:১৭, ২২ জুন ২০২১

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর কমলো আড়াই শতাংশ

২০২১-২২ অর্থবছরের বাজেটে পুঁজিবাজার উজ্জীবিতকরণের জন্য তালিকাভূক্ত কোম্পানির কর আড়াই শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে। এতে আগামী অর্থবছরে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ২২ দশমিক ৫০ শতাংশ কর প্রদান করতে হবে। আজ সংসদে বাজেট উপস্থাপনের সময় এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আগামী অর্থবছরে তালিকাভুক্ত কোম্পানির কর ২ দশমিক ৫০ শতাংশ কমিয়ে ২২ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে। যা আগের অর্থবছরে ২৫ শতাংশ ছিল। সেই সাথে এক ব্যক্তি কোম্পানির কর  ৭ দশমিক ৫০ শতাংশ কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে, যা গত অর্থবছরে ৩২ দশমিক ৫০ শাতংশ ছিল।

বাজেটে তালিকাভুক্ত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর অপরিবর্তিতভাবে ৩৭ দশমিক ৫০ শাতংশই রাখা হয়েছে। আগামী বাজেটে মার্চেন্ট ব্যাংকের কর অপরিবর্তিতভাবে ৩৭ দশমিক ৫০ শতাংশই থাকছে।

অপরদিকে তালিকাভুক্ত মোবাইল ফোন কোম্পানির কর গত বাজেট অনুযায়ী আগামী বাজেটেও ৪০ শতাংশ থাকছে। তবে আগামী বাজেটে তালিকাভুক্ত মোবাইল ফাইন্যানসিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানের কর ৫ শতাংশ বেড়ে ৩২ দশমিক ৫০ শতাংশ থেকে ৩৭ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে।