করোনায় সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার থেকে পরবর্তী ৭ দিনের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। এই লকডাউনের সময় ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারেও লেনদেন চলবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে সর্বাত্মক লকডাউনেের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয় কঠোর বিধিনিষেধেও ব্যাংক খোলা থাকবে। আর ব্যাংক খোলা থাকলে যে পুঁজিবাজারও খোলা থাকবে তা আগেই জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তাই সর্বাত্মক লকডাউন বা কঠোর বিধিনিষেধেও পুঁজিবাজারে লেনদেন চালু থাকবে।
তবে কঠোর বিধিনিষেধ চলাকালে পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি কী হবে তা নির্ভর করবে ব্যাংক লেনদেনের সময়সূচির উপর। এই সময়সূচি এখনো জানা যায়নি।
কঠোর বিধি নিষেধ সংক্রান্ত প্রজ্ঞাপনে ব্যাংকে লেনদেনের সময়সীমা কী হবে তা উল্লেখ করা হয়নি। এটি ব্যাংকিং খাতের রেগুলেটর বাংলাদেশ ব্যাংকের উপর ছেড়ে দেয়া হয়েছে। আজই বাংলাদেশ ব্যাংক কঠোর বিধিনিষেধ চলাকালীন সময়ে ব্যাংক লেনদেনের সময় চূড়ান্ত করবে।
বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, কঠোর বিধিনিষেধে ব্যাংক খোলা থাকলেও লেনদেনের সময় কমতে পারে। এছাড়া একই দিনে সব ব্যাংকে সব শাখা খোলা না রেখে সীমিত পরিসরে তা খোলা রাখা হতে পারে। এদিকে ব্যাংক ক্লোজিংয়ের কারণে আগামীকাল বৃহস্পতিবার ব্যাংক হলিডে। তাই কোনো ব্যাংকে লেনদেন হবে না কাল। একই কারণ পুঁজিবাজারও বন্ধ থাকবে কাল।