ঢাকা     ১৬ জানুয়ারি ২০২৫ ||  ৩ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বৃহস্পতির সাথে রোববারও বন্ধ থাকবে পুঁজিবাজার

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪৭, ৩০ জুন ২০২১

বৃহস্পতির সাথে রোববারও বন্ধ থাকবে পুঁজিবাজার

কঠোর লকডাউনে ব্যাংক খোলা থাকায় লেনদেন চালু থাকবে পুঁজিবাজারে। তবে ব্যাংক হলিডে উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার ও রোববার বাংলাদেশ ব্যাংকের নির্দেশে সব ব্যাংক বন্ধ থাকায় ওইদিনও পুঁজিবাজারে কোনো লেনদেন হবে না।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখাপাত্র রেজাউল করিম বলেন, আমরা আগে থেকেই বলে আসছি, ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজার খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। এরই আলোকে আমরাও পুঁজিবাজার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং সময়সূচী নির্ধারণ করেছে সকাল ১০ টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। সেই সময়ের সাথে মিল রেখে পুঁজিবাজারের লেনদেন ১টা পর্যন্ত হবে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। আগামীকাল (১ জুলাই) ব্যাংক হলিডে। যে কারণে সকল ব্যাংক বন্ধ থাকবে। আর ব্যাংক হলিডে থাকার কারণে আগামীকাল পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকবে।