ঢাকা     ১৬ জানুয়ারি ২০২৫ ||  ৩ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ঈদের আগে ও পরে পুঁজিবাজারে লেনদেনে নতুন সময়

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২৩:০৯, ১৫ জুলাই ২০২১

ঈদের আগে ও পরে পুঁজিবাজারে লেনদেনে নতুন সময়

ঈদুল আজহার কারণে চলমান কঠোর বিধিনিষেধ আটদিনের জন্য শিথিল করেছে সরকার। তবে এরপর আবার দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ দেয়া হয়েছে। এ সময় লেনদেনের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নতুন সময়সূচি অনুযায়ী আগামী রোববার ও সোমবার লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

এরপরের দুই সপ্তাহ কঠোর বিধিনিষেধের সময় (২৫ জুলাই থেকে ৫ আগস্ট) পুঁজিবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

আলোচ্য সময়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে লেনদেন পরিচালনার ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছে বিএসইসি। এ সময়ে অফিস পরিচালনার ক্ষেত্রে মোট জনবলের ২৫ শতাংশ দিয়ে অফিসের কার্যক্রম চালাতে হবে। কোনক্রমেই সশরীরে ব্রোকারেজ হাউসে এসে লেনদেন করা যাবে না।