ঢাকা     ১৬ জানুয়ারি ২০২৫ ||  ৩ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

আবারো পুঁজিবাজারে লেনদেনের সময়সূচী পরিবর্তন

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ০০:০৬, ২৯ জুলাই ২০২১

আবারো পুঁজিবাজারে লেনদেনের সময়সূচী পরিবর্তন

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে পুঁজিবাজারে লেনদেনের সময়সীমা বাড়ছে। নতুন সময়সীমা অনুযায়ী চার ঘণ্টা লেনদেন চলবে পুঁজিবাজারে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী ২, ৩ ও ৫ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুঁজিবাজারের লেনদেন চলবে।

বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, যেহেতু বাংলাদেশ ব্যাংক ২, ৩ ও ৫ আগস্ট ব্যাংকিং সময়সূচী নির্ধারণ করেছে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। এর প্রেক্ষিতে পুঁজিবাজারের লেনদেন ২টা পর্যন্ত চলবে।

এদিকে করোনাভাইরাস পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় আগামী সপ্তাহে সাপ্তাহিক ছুটির বাইরেও ব্যাংক আরো দুইদিন বন্ধ থাকবে। একই কারণে ওই দু’দিন বন্ধ থাকবে পুঁজিবাজারের লেনদেনও।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণের ঝুঁকি কিছুটা কমাতে আগামী সপ্তাহে রোববার (১ আগস্ট) ও বুধবার (৪ আগস্ট) ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। আর ব্যাংক বন্ধ থাকার কারণে এ দুইদিন পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকবে।