
করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ব্যাংক বন্ধ থাকায় আগামী রোববার পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।
জানা গেছে, করোনা সংক্রমণের ঝুঁকি কিছুটা কমাতে সরকার চলমান লকডাউন আরো ৫দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করেছে। এই সময়ে ব্যাংকিং খাতে কোভিড সংক্রমণের ঝুঁকি কিছুটা কম রাখতে বাংলাদেশ ব্যাংক আগামী রোববার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার ও মঙ্গলবার ব্যাংকে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত লেনদেন চলবে। মঙ্গলবারের পরে ব্যাংক লেনদেন কীভাবে চলবে তা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংক বন্ধ থাকার কারণে আগামী রোববার (৮ আগস্ট) দেশের দুই পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকবে। সোমবার ও মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত লেনদেন হবে পুঁজিবাজারে। তবে লেনদেনের সময় বেড়ে বেলা আড়াইটাও হতে পারে। বিএসইসি এ বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত করেনি।
করোনা পরিস্থিতির কারণে চলতি সপ্তাহে ১ ও ৪ আগস্ট ব্যাংক লেনদেন বন্ধ ছিল। এই কারণে এ দুদিন পুঁজিবাজারেও কোনো লেনদেন হয়নি।