ঢাকা     ২৮ ডিসেম্বর ২০২৪ ||  ১৪ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

দুই বীমা কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৬:৫২, ১৬ আগস্ট ২০২১

আপডেট: ১৬:৫২, ১৬ আগস্ট ২০২১

দুই বীমা কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের দুই কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি দুটি হলো, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে ১ কোটি ৬৭ লাখ টাকার প্রিমিয়াম আয় কমেছে। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ৪৭ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ১ কোটি ৮৫ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১০ কোটি ৪২ লাখ টাকা।

এদিকে বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন,২১) কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ৬৬ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ৪৭ লাখ টাকা। আগের বছর কোম্পানিটির প্রিমিয়াম আয় হয়েছিল ১০ কোটি ৫৫ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১০ কোটি ৪২ লাখ টাকার।

এদিকে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২৯ পয়সা। আর অর্ধ-বার্ষিকীতে (জানুয়ারি-জুন,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬৬ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ১৯  টাকা ১৩ পয়সা।