ঢাকা     ১৬ জানুয়ারি ২০২৫ ||  ৩ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ওয়ালটনের এজিএমের তারিখ ঘোষণা

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫২, ৭ সেপ্টেম্বর ২০২১

ওয়ালটনের এজিএমের তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ১৫তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির এজিএম আগামী ২৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির এজিএমে ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন ও ঘোষিত লভ্যাংশ অনুমোদন করা হবে। এছাড়া কোম্পানির পরিচালকদের নির্বাচিত করা হবে।

এছাড়া বিশেষ ব্যবসার বিষয়গুলো অনুমোদন করা হবে এজিএমে। ওয়ালটন প্লাজা এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্র্রিজের মধ্যে চুক্তি এবং কোম্পানিটির আইকোনিক টাওয়ারে জমি কেনার বিষয়টি অনুমোদন করা হবে।

কোম্পানিটি আরো জানায়, কোম্পানিটি ‌‘ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের’ পরিবর্তে ‘ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিলসি’ নাম পরিবর্তন করতে চায়। বিষয়টি শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য এজেএমে উত্থাপন করা হবে।