ঢাকা     ১৬ জানুয়ারি ২০২৫ ||  ৩ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বাড়ছে বিও হিসাব, টার্গেট নতুন আইপিও

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২২:৪৭, ৪ অক্টোবর ২০২১

আপডেট: ২৩:৪১, ৪ অক্টোবর ২০২১

বাড়ছে বিও হিসাব, টার্গেট নতুন আইপিও

সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে পুঁজিবাজারে নতুন বিও হিসাব বেড়েছে। গত মাসে পুঁজিবাজারে ২৭ হাজার বিও হিসাব খুলেছে নতুন বিনিয়োগকরীরা। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সিডিবিএল’র সূত্র মতে, আগস্ট মাসের শেষ দিন অর্থাৎ ৩১ আগস্ট পুঁজিবাজারে বিও হিসাব ছিল ১৯ লাখ ৭২ হাজার ৬৮৫টি। আর সেপ্টেম্বর মাসের শেষ দিন অর্থাৎ ৩০ সেপ্টেম্বর বিও হিসাব দাঁড়ায় ১৯ লাখ ৯৯ হাজার ৭৩৬টি। অর্থাৎ সেপ্টেম্বর মাসে ২৭ হাজার ৫১টি বিও হিসাব বেড়েছে।

সেপ্টেম্বর মাসে পুরুষদের বিও হিসাব ২০ হাজার ২৩৯টি বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৫ হাজার ৬৯৬টিতে। নারী বিনিয়োগকারীদের হিসাব ৬ হাজার ৫৩৪টি বেড়ে ৪ লাখ ৯৯ হাজার ১১৯টিতে দাঁড়িয়েছে। আর কোম্পানি বিও ২৭৮টি বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯২১টিতে।

সেপ্টেম্বর মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ২৬ হাজার ৬৪৩টি বিও হিসাব বেড়েছে। এর মাধ্যমে সেপ্টেম্বর মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ৩৩২টিতে। যা আগস্ট মাসের শেষ দিন ছিল ১৮ লাখ ৬৭ হাজার ৬৮৯টিতে।

সেপ্টেম্বর মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ১৩০টি বিও হিসাব বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজার ৪৮৩টিতে। আগস্ট মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৯০ হাজার ৩৫৩টিতে।

বিষেজ্ঞদের মতে বর্তমানে বেশ কিছু ভালো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে। অনেকে শুধু আইপিও শেয়ারের আশায় পুঁজিবাজারে ফিরতে শুরু করেছে।