ঢাকা     ৩০ ডিসেম্বর ২০২৪ ||  ১৬ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

সৌদি আরবে স্বর্ণের বিশাল মজুদ

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৫:২২, ৭ অক্টোবর ২০২১

সৌদি আরবে স্বর্ণের বিশাল মজুদ

ভিশন-২০৩০ ঘোষণার পর থেকেই স্বর্ণ উত্তোলনে সফলতার মুখ দেখছে সৌদি আরব। এই ভিশনকে সামনে রেখে উত্তোলন খাতকে আরো শক্তিশালী করতে জোর দিয়েছে দেশটি।

দেশটির সরকারি তথ্য বলছে, সৌদি আরবে সাতটি কারখানায় স্বর্ণ ও রৌপ্যের বার তৈরি করা হয়। এসব কারখানায় ১৮৬ কোটি ডলারেরও বেশি বিনিয়োগ রয়েছে।

সম্প্রতি সৌদি আরবের শিল্প ও খনিজসম্পদ মন্ত্রণালয় নতুন ১২টি স্থান থেকে স্বর্ণ উত্তোলনের অনুমোদন দিয়েছে। এসব মজুদ থেকে প্রায় ১ দশমিক ৩ ট্রিলিয়ন মূল্যের ৩২৩ দশমিক ৭ টন স্বর্ণ উত্তোলনের সম্ভাবনা রয়েছে। বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বর্তমানে সৌদি আরবে ছয়টি স্বর্ণ খনি রয়েছে। গত বছর এসব খনি থেকে ৪ লাখ ৩৪ হাজার ৮৪৫ আউন্স স্বর্ণ উত্তোলন করা হয়। এর মধ্যে সবচেয়ে বড় খনি আল-দেবেহি ও মক্কা থেকেই ২ লাখ ৪৮ হাজার ৯৯৮ আউন্স উত্তোলিত হয়।