পুঁজিবাজারকে চাঙ্গা ও গতিশীল করতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর মাধ্যমে এ বিনিয়োগ করেছে ব্যাংকটি। গতকাল মঙ্গলবার ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মজিবর রহমান বলেন, দেশের উন্নয়নের জন্য পর্যাপ্ত বিনিয়োগ দরকার। এই বিনিয়োগের অন্যতম উৎস পুঁজিবাজার। তাই দেশের পুঁজিবাজারের উন্নয়ন ছাড়া দীর্ঘমেয়াদি ও বড় বড় প্রকল্প বাস্তবায়ন প্রায় অসম্ভব। এ কারণে সোনালী ব্যাংক পুঁজিবাজারকে টেকসই করতে বিভিন্নভাবে সক্রিয় ভূমিকা পালন করছে।
এর আগে, গত বছরের মার্চে পুঁজিবাজারকে চাঙ্গা করতে ২০০ কোটি টাকার ‘বিশেষ তহবিল’ গঠন করেছিল রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটি।