ঢাকা     ১৬ জানুয়ারি ২০২৫ ||  ৩ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

‘পুঁজিবাজারের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার’

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২২:১৭, ১ ডিসেম্বর ২০২১

আপডেট: ২২:১৮, ১ ডিসেম্বর ২০২১

‘পুঁজিবাজারের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুঁজিবাজারের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার। একইসঙ্গে বিনিয়োগকারীদের পাশে থাকবেন বলেও জানান তিনি।

বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সঙ্গে এক সাক্ষাতে তিনি এ কথা জানিয়েছেন।

এদিন পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন বিএসইসি চেয়ারম্যান। যেখানে পুঁজিবাজারের উন্নয়নে এই মূহূর্তে সবচেয়ে বড় বাধা বিনিয়োগ সীমার মধ্যে বন্ড অন্তর্ভূক্ত থাকা ও বাজার দরের পরিবর্তে কস্ট প্রাইসে বিনিয়োগ সীমা গণনার বিষয়টি তুলে ধরেন তিনি। তবে এ বিষয়টি নিয়ে গতকাল (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির প্রতিনিধিদের মধ্যে ফলপ্রসু মিটিংয়ের বিষয়টিও অবহিত করেছেন।

বিএসইসি চেয়ারম্যান ব্যাংক আইনে বন্ড নিয়ে জটিলতার বিষয়টিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। এছাড়া বাজারের গতি বাড়াতে স্ট্যাবিলাইজেশন ফান্ডের ব্যবহার, ব্যাংক ও লিজিং কোম্পানির নগদ লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে জটিলতাসহ অন্যান্য বিষয়গুলো তুলে ধরেন।