বছরের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিলো রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি ৩৭০ বারে ৩ লাখ ৭০ হাজার ৪৩৮টি শেয়ার লেনদেন করে। বিনিয়োগকারীদের আগ্রহের দ্বিতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড। আজ কোম্পানিটির দর ৮০ পয়সা বা ৭.৪১ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৬০ পয়সা বা ৭.১৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- বাটা সু, ন্যাশনাল টিউবস, আনোয়ার গ্যালভানাইজিং, মাইডাস ফাইন্যান্স, আইসিবি, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ও ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড।