দেশ অনেক এগিয়ে গেলেও শেয়ারবাজার ও বীমা পিছিয়ে রয়েছে বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান। তিনি বলেন, এই দুই জায়গায় বিনিয়োগ করলে দায়িত্বরত ব্যক্তিরা ঠকায় বলে সাধারন মানুষ মনে করে। এই অনাস্থা কাটিয়ে তুলতে হবে। আমাদেরকে ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে পরিণত হতে হবে। ভালো কাজ করার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে চাই।
বুধবার সকালে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) নতুন কমিটির সাথে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজারে জিডিপির অবদান ২০ শতাংশের কম। যা পার্শবর্তী দেশের তুলনায় অনেক কম। তবে সম্ভাবনা অনেক বেশি। আগামী এক বছরে ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে নিতে হবে।
তিনি বলেন, দেশের অর্থনীতির উন্নয়নের জন্য দীর্ঘ মেয়াদী অর্থায়নের বিকল্প নেই। এর জন্য বড় মাধ্যম হলো পুঁজিবাজার। পুঁজিবাজাকে সেই অর্থায়নের জন্য তৈরি করতে হবে।
অনুষ্ঠানে ক্লাউড ভিত্তিক অনলাইনে তথ্য আদান-প্রদানের ঝুঁকির বিষয়ে ডিএসইর এমডি তারিক আমিন ভূইয়া বলেন, নিজস্ব ব্যবস্থাপনার পরেও বাংলাদেশ ব্যাংকের অর্থ হ্যাকিংয়ের ঘটনার পরে নিরাপত্তার বিষয়টি আলোচনায় উঠে আসে। তবে আমরা ক্লাউড ভিত্তিক তথ্য আদান-প্রদান করলেও হ্যাকিংয়ের ঝুঁকি কম। জমাকৃত তথ্য হ্যাকিং হওয়ার সুযোগ নেই।