ঢাকা     ১৬ জানুয়ারি ২০২৫ ||  ২ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

পুঁজিবাজারে যুক্ত হবে বিকাশ-নগদ

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৮:১৩, ৩১ জানুয়ারি ২০২২

পুঁজিবাজারে যুক্ত হবে বিকাশ-নগদ

বিকাশ, নগদ, রকেট ও উপায়ের মতো প্রতিষ্ঠানগুলোকে বিও অ্যাকাউন্টের (বেনিফিশিয়ারি ওনার্স) সঙ্গে যুক্ত করার কথা ভাবছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ।

সোমবার নতুন ট্রেক থ্রিআই উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া এ কথা বলেন। এসময় তিনি বলেন, যাদের ব্যাংক একাউন্ট নেই, তারা যেন বিকাশ, নগদ, রকেট, উপায়ের মাধ্যমে লেনদেন করতে পারে, সে বিষয় নিয়ে কাজ করছি আমরা। আমরা চাই যাদের ব্যাংক একাউন্ট নেই, তারাও শেয়ারবাজারে আসুক।

ডিএসই’র এমডি আরও বলেন, যেখানে জিডিপি ৪০৯ বিলিয়ন ডলার। সেখানে আমাদের মার্কেট ৭০ বিলিয়ন ডলারের মতো। সে হিসেবে আমাদের মার্কেট সাইজ জিডিপির ২০ শতাংশেরও কম। আমরা মার্কেটের সাইজটা জিডিবির সঙ্গে সমন্বয় করে বাড়ানোর জন্য কাজ করছি।

থ্রিআই এর কর্ণধার ইস্তাক আহমেদ বলেন, আমরা নতুন বিনিয়োগ বাজারে আনতে কাজ করছি। জাপানি একটি প্রতিষ্ঠানের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ করবে।