ঢাকা     ১০ মার্চ ২০২৫ ||  ২৬ ফাল্গুন ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

সোনালী পেপারের মুনাফায় বড় চমক

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৮:২০, ১৫ ফেব্রুয়ারি ২০২২

সোনালী পেপারের মুনাফায় বড় চমক

পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার মুনাফায় বড় চমক দেখিয়েছে। আগের বছরের তুলনায় প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে ৪১১ শতাংশ। কোম্পানিটির দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই জানিয়েছে, চলতি বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬ টাকা ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিলো ১ টাকা ২০ পয়সা। গত বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৪ টাকা ৯৩ পয়সা বা ৪১১ শতাংশ।

দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বৃদ্ধির পাশাপাশি অর্ধবার্ষিক (২০২১ সালের জুলাই থেকে ডিসেম্বর) হিসাবেও কোম্পানিটির মুনাফায় বড় উন্নতি হয়েছে। চলমান হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১১ টাকা ৬৭ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল এক টাকা ৭২ পয়সা।

মুনাফায় উন্নতির পাশাপাশি কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্যও আগের বছরের তুলনায় বেড়েছে। ২০২১ সালের ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৪৬ টাকা ৯৫ পয়সা, যা ছয় মাস আগে বা জুন শেষে ছিল ২৩৬ টাকা ৯৪ পয়সা।