ঢাকা     ১৬ জানুয়ারি ২০২৫ ||  ২ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ১০ বছরের মধ্যে সর্বোচ্চ পদ

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ০১:৫২, ১ ডিসেম্বর ২০২৩

আপডেট: ০২:৫৩, ২ ডিসেম্বর ২০২৩

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ১০ বছরের মধ্যে সর্বোচ্চ পদ

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পাবেন ৩ হাজার ১৪০ জন। যা গত ১০টি বিসিএসের হিসাবে সর্বোচ্চ সংখ্যক পদ। এরমধ্যে সবচেয়ে বেশি ১৬৯৮টি পদ স্বাস্থ্য ক্যাডারে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্মসচিব আনন্দ কুমার বিশ্বাসের সই করা এ বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হলো। আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে, যা চলবে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ ছাড়া বিজ্ঞপ্তির পদ পরবর্তীতে বাড়তে পারে।

এতে আরো বলা হয়, নতুন পদসৃষ্টি, পদবিলুপ্তি, পদোন্নতি, অবসরগ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণজনিত কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে।

বিজ্ঞপ্তিতে দেখা যায়, ক্যাডার পদ রাখা হয়েছে ৩ হাজার ১৪০টি। এর মধ্যে জেনারেল ক্যাডারে পদ রয়েছে ৪৮৯। আর টেকনিক্যাল (প্রফেশনাল) ক্যাডারে পদ রয়েছে ২০৭৪। সবচেয়ে বেশি এক হাজার ৬৯৮ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। বিসিএস সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেয়া হবে। এছাড়া প্রশাসন ক্যাডারে ২৭৪, পররাষ্ট্র ক্যাডারে ১০, পুলিশ ৮০, তথ্যে ৫২টি পদে নিয়োগ দেয়া হবে।

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি ৩০ নভেম্বর প্রকাশিত হলেও বয়স গণনা হবে ১ নভেম্বর থেকে। পিএসসির নিয়োগ বিধিমালা অনুযায়ী, যে মাসে বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, সেই মাসের ১ তারিখ থেকে বয়স গণনা করা হবে। অর্থাৎ যেসব প্রার্থীর জন্ম তারিখ ১৯৯৩ সালের ২ নভেম্বর পর্যন্ত তারা আবেদন করতে পারবেন।