ঢাকা     ১৬ ডিসেম্বর ২০২৪ ||  ২ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

৪৬তম বিসিএস পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

প্রকাশিত: ২০:৫৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ২২:৩৪, ২২ ফেব্রুয়ারি ২০২৪

৪৬তম বিসিএস পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রোববার বিশেষ এক সভা শেষে এই সিদ্ধান্ত নেয় পিএসসি। নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের এক সদস্য বলেন, '৯ মার্চ পরীক্ষা হওয়ার কথা ছিল। নির্বাচনের কারণে তারিখ পেছানো হয়েছে। পরীক্ষা আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, এই পরীক্ষা পেছানোতে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে দ্রুত সময়ে ফল প্রকাশ ও লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও করা হয়েছে সভায়।

আগামী ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার দিন নির্ধারণ করা হয়েছিল। পিএসসি এ বিষয়ে পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন হয়।