ঢাকা     ১৬ জানুয়ারি ২০২৫ ||  ২ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ওইটি ও এডুক্যান ইন্টারন্যাশনালের যৌথ আয়োজনে ‘ওইটি ওয়ার্কশপ’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ২১:১৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

ওইটি ও এডুক্যান ইন্টারন্যাশনালের যৌথ আয়োজনে ‘ওইটি ওয়ার্কশপ’ অনুষ্ঠিত

এডুক্যান ইন্টারন্যাশনাল ও ওইটি এর যৌথ উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ওইটি ওয়ার্কশপ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার বনানী ক্লাবে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়।

দেশের  চিকিৎসা ক্ষেত্রে নিয়োজিত নিবেদিত প্রাণ পেশাদারদের জন্য আয়োজিত এই ওয়ার্কশপে সারাদেশ থেকে অর্ধশত চিকিৎসক অংশগ্রহণ করেন। ওয়ার্কশপের মূল লক্ষ ছিলো স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেশাজীবীদের আন্তর্জাতিক ক্ষেত্রে উন্নত পেশা অথবা উচ্চশিক্ষার প্রস্তুতির লক্ষে ওইটি পরীক্ষার গুরুত্ব তুলে ধরা ও এই পরীক্ষায় সফলতা অর্জনের দিক নির্দেশনা প্রদান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুসারে, কোভিড ১৯ অতিমারি পরবর্তী বিশ্বে ব্যাপক সংখ্যক চিকিৎসা সেবা প্রদানকারীর সংকট সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যতে আরও বাড়বে। একইসঙ্গে এই সংকট বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্রে নিয়োজিতদের উন্নত দেশগুলোতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। এই সুযোগ কাজে লাগানোর জন্য বাংলাদেশি স্বাস্থ্য পেশায় নিয়োজিতদের আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য করে তোলার ক্ষেত্রে ওইটি সার্টিফিকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

উন্নত বিশ্বের দেশগুলোতে বিশেষ করে ইংরেজি ভাষাভাষী দেশগুলোতে কর্মসংস্থানের জন্য ইংরেজি পারদর্শিতা সনদ বাধ্যতামূলক। ওইটি পরীক্ষাটি বিশ্বের একমাত্র ইংরেজি দক্ষতা নিরূপণের পরীক্ষা, যা চিকিৎসা পেশাজীবীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এই পরীক্ষার ফরম্যাট চিকিৎসাজীবীদের কর্মক্ষেত্রের দৈনন্দিন কার্যকলাপের নিরিখে নির্মিত। তাই বাংলাদেশে এই পরীক্ষাটি স্বাস্থ্যকর্মীদের মাঝে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। বাংলাদেশে ওইটি এক্সামের অনুমোদিত পরীক্ষাকেন্দ্র এডুক্যান ইন্টারন্যাশনাল দেশের স্বাস্থ্যকর্মীদের জন্য দিনব্যাপী এই ওয়ার্কশপটির আয়োজন করে। 

ওয়ার্কশপটি পরিচালনা করেন ওইটি এডুকেশনাল এক্সপার্ট প্রকৃতি দাস। সঙ্গে ছিলেন ওইটি রিজিওনাল বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার রিঙ্কূ লাকরা। 

অংশগ্রহণমূলক এই ইভেন্টে প্রকৃতি দাস ওইটি পরীক্ষার স্ট্রাকচার তুলে ধরে এর প্রস্তুতি গ্রহণে নানা পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন। 

উল্লেখ্য, সম্প্রতি ক্যামব্রিজ মেডিকেল এডুকেশনের এমটিআই কর্মসূচির আওতায় ব্রিটেনে উচ্চতর ডিগ্রি অর্জন ও চাকরির বৃত্তি লাভের জন্য বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের ফেলোগণ আবেদন করেন। আবেদনকারীদের সবাইকেই ইংরেজি ভাষা দক্ষতার সনদ সাবমিট করতে হয়েছে। আবেদনকারীদের অন্যতম পছন্দের ইংরেজি পারদর্শিতা পরীক্ষা ছিল ওইটি।  

ওয়ার্কশপে অংশগ্রহণকারী চিকিৎসকগণ সরাসরি ওইটি এক্সপার্টদের পরীক্ষা বিষয়ক পরামর্শ, দিক নির্দেশনা ও পরীক্ষার প্রস্তুতির বিষয়ে মূল্যবান উপদেশ ও উত্থাপিত  প্রশ্নের সঠিক উত্তর ও ব্যাখ্যা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এই ওয়ার্কশপ তাদেরকে ওইটি পরীক্ষার বিষয়ে একটি স্বচ্ছ ধারণা দিতে সক্ষম হয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের প্রয়োজনীয় দিক নির্দেশনা পেয়ে তারা ওইটি ও এডুক্যান কর্তৃপক্ষকে এই আয়োজনের জন্য ধন্যবাদ জানান। 

অংশগ্রহণকারীরা বলেন, তারা ওইটি পরীক্ষায় ভালো ফল অর্জনে এখন অনেক বেশি আত্মপ্রত্যয়ী। 

সমাপনী বক্তব্যে এডুক্যান ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর শাহিন রেজা অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ওইটি পরীক্ষায় আগ্রহী সবাইকে প্রয়োজনীয় পরামর্শ ও প্রস্তুতি সহায়তা প্রদানে তার প্রতিষ্ঠান সচেষ্ট থাকবে।