ঢাকা     ১৬ জানুয়ারি ২০২৫ ||  ৩ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ব্যাংকের পর এবার পুঁজিবাজারেও আসছে লেনদেনের নতুন সময়

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ০২:৫৬, ৪ নভেম্বর ২০২২

ব্যাংকের পর এবার পুঁজিবাজারেও আসছে লেনদেনের নতুন সময়

ব্যাংকে লেনদেনের সময় পরিবর্তনের পর এবার পুঁজিবাজারেও লেনদেনের সময় পরিবর্তন করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত নিবে নিয়ন্ত্রক সংস্থাটি। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ব্যাংক লেনদেনের নতুন সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর থেকে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত। বর্তমানে ব্যাংক লেনদেন পরিচালিত হচ্ছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। সে হিসাবে ব্যাংক লেনদেনে আধাঘণ্টা সময় কমানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) থেকে এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

পুঁজিবাজারে বর্তমানে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন হয়। ব্যাংকে লেনদেনের সময় পরিবর্তনের ফলে ১৫ নভেম্বর থেকে শেয়ারবাজারেও নতুন সূচিতে লেনদেন চলবে বলে জানা গেছে।