
দেশের দুই পুঁজিবাজার টানা তিন দিন বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় উৎসব বড় দিনের ছুটি উপলক্ষে ২৫ ডিসেম্বর সরকারি বন্ধ থাকায় টানা তিন দিন পুঁজিবাজার বন্ধ থাকবে।
জানা গেছে, আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর শুক্র-শনিবার সরকারি ছুটি, এর পরদিন ২৫ ডিসেম্বর (রোববার) খ্রীস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিনের ছুটি। এ নিয়ে তিন দিন সরকারী অফিস, ব্যাংক ও শেয়ারবাজার ছুটি থাকবে।
আগামী সোমবার দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন যথা নিয়মে চলবে।