ঢাকা     ১৬ জানুয়ারি ২০২৫ ||  ৩ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

প্রথমবারের মতো দুই ইটিএফের অনুমোদন দিল বিএসইসি

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ০৪:০৭, ৩০ ডিসেম্বর ২০২২

আপডেট: ০৩:২৮, ১ জানুয়ারি ২০২৩

প্রথমবারের মতো দুই ইটিএফের অনুমোদন দিল বিএসইসি

প্রথমবারের মতো দেশের পুঁজিবাজারে ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি)। ১৫০ কোটি টাকার ফান্ড দুটি হলো- এলবি মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফ ও ফএএম ডিজি বেঙ্গল টাইগার ইটিএফ।

বৃহস্পতিবার বিএসইসির মুখপাত্র মো. রেজাউল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য মতে, এলবি মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফ’ এবং এফএএম ডিজি বেঙ্গল টাইগার ইটিএফ’ এর অনুমোদন দিয়েছে বিএসইসি। তবে দুই ইটিএফকেই ট্রস্টি ডিডটি রেজিস্ট্রেশন আইন- ১৯০৮ এর অধীনে নিবন্ধন করতে হবে।

জানা গেছে, ১০০ কোটি টাকার এলবি মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফের উদ্যোক্তা লংকা বাংলা ইনভেস্টমেন্ট। আর ফান্ডটির ট্রাস্টির দায়িত্ব পালন করবে দেশ জেনারেল ইন্স্যুরেন্স। এছাড়াও লংবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।

অন্যদিকে এফএএম ডিজি বেঙ্গল টাইগার ইটিএফের আকার হবে ৫০ কোটি টাকা। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করবে ফ্রন্টিয়ার অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডটির উদ্যোক্তা ফ্রন্টিয়ার অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ও ডন গ্লোবাল লিমিটেড আর ট্রাস্টি হিসেবে থাকবে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।