পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের আরএন স্পিনিং মিলস লিমিটেডের সঙ্গে একীভূত হচ্ছে সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানি দুটির একীভূতকরণ স্কিমে অনুমোদন দিয়েছেন হাইকোর্ট। সম্প্রতি তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণ স্কিম অনুমোদন করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।
একীভূতকরণ স্কিম অনুসারে, সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইল মিলসের সব সম্পদ ও দায় আরএন স্পিনিং মিলসের অনুকূলে হস্তান্তর করা হবে। এ দুই কোম্পানির বিদ্যমান সব ইকুইটি শেয়ার বাতিল করা হবে। আরএন স্পিনিং মিলসের সঙ্গে ১: শূন্য দশমিক ১৭৯০ অনুপাতে সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইল মিলসের শেয়ার বিনিময় করা হবে।
আরএন স্পিনিং মিলসকে সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইল মিলসের শেয়ারধারীদের কোম্পানিটির ২৩ কোটি ৩১ লাখ ৮৬ হাজার ৫৮৪টি শেয়ারের বিপরীতে নিজেদের সমসংখ্যক শেয়ার ইস্যু করতে হবে। এক্ষেত্রে সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইল মিলসের বিদ্যমান ১টি শেয়ারের বিনিময়ে আরএন স্পিনিং মিলসের ১টি নতুন শেয়ার ইস্যু করতে হবে।
তবে আরএন স্পিনিং মিলসের বিদ্যমান বিনিয়োগকারীদের কাছে থাকা ৩৯ কোটি ২৫ লাখ ৪৪ হাজার ৮৩৪টি শেয়ারের বিনিময়ে নতুন করে কোম্পানিটির ৭ কোটি ২ লাখ ৬৫ হাজার ৫২৫টি শেয়ার ইস্যু করতে হবে। এক্ষেত্রে একীভূতকরণের আগে থাকা আরএন স্পিনিং মিলসের বিদ্যমান ৫ দশমিক ৫৯টি শেয়ারের বিপরীতে একীভূতকরণের পরে নতুন করে কোম্পানিটির ১টি শেয়ার ইস্যু করা হবে। একীভূতকরণের আগে সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইল মিলসের বিদ্যমান ২৩৩ কোটি ১৮ লাখ ৬৫ হাজার ৮৪০ টাকার শেয়ার একীভূতকরণের পরেও একই থাকবে।
অন্যদিকে একীভূতকরণের আগে আরএন স্পিনিং মিলসের বিদ্যমান ৩৯২ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার ৩৪০ টাকার শেয়ার একীভূতকরণের পরে কমে ৭০ কোটি ২৬ লাখ ৫৫ হাজার ২৫০ টাকায় দাঁড়াবে। সব মিলিয়ে একীভূতকরণের আগে কোম্পানি দুটির বিদ্যমান মোট শেয়ারের মূল্য ৬২৫ কোটি ৭৩ লাখ ১৪ হাজার ১৮০ টাকা থেকে কমে ৩০৩ কোটি ৪৫ লাখ ২১ হাজার ৯০ টাকায় দাঁড়াবে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আরএন স্পিনিং মিলসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ৩ পয়সা। সদ্যসমাপ্ত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪ পয়সায়।
লোকসানের কারণে সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি আরএন স্পিনিং মিলসের পর্ষদ। সর্বশেষ ২০১৭-১৮ হিসাব বছরে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১০ সালে তালিকাভুক্ত আরএন স্পিনিং মিলসের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩৯২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা।