পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, ফেসভ্যালুর (১০ টাকার) নিচে শেয়ারের দাম থাকা কোম্পানিকে নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফুল্লি রিডেমাবল, ফ্লাটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড ছেড়ে বাজার থেকে ৫০০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয়া হয়েছে। যা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারী এবং আইনানুগ যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
কোম্পানিটির বর্তমানে ৩১২ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৫৭০ কোটি শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ২৮ দশমিক ৪৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৮ দশমিক ৩৪ শতাংশ শেয়ার, আর সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৩ শতাংশ শেয়ার।
২০১৯ সালের পর থেকে গত দুই বছর শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দিতে পারেনি ন্যাশনাল ব্যাংক।