ঢাকা     ১৬ জানুয়ারি ২০২৫ ||  ৩ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

স্বস্তির পুঁজিবাজারে মূলধন বাড়লো ১০ হাজার কোটি টাকা

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ০৩:১১, ২৯ জানুয়ারি ২০২৩

স্বস্তির পুঁজিবাজারে মূলধন বাড়লো ১০ হাজার কোটি টাকা

টানা পতনের পর কিছুটা আশার আলো দেখাচ্ছে পুঁজিবাজার। বছরের প্রথম মাস জানুয়ারির শেষ সপ্তাহে বিনিয়োগকারীদের পুঁজি ফিরেছে ১০ হাজার কোটি টাকারও বেশি। এর আগের সপ্তাহে বাজার বেড়েছিল ২ হাজার ১৪৯ কোটি ৩০ লাখ ৬ হাজার ৮১৯ টাকা। অর্থাৎ টানা দুই সপ্তাহ পুঁজিবাজারে বিনিয়োগকারীদের পুঁজি বাড়লো।

শেয়ারবাজারের সাপ্তাহিক বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূলধন ছিল ৭ লাখ ৫৬ হাজার কোটি টাকা। শেষ দিনে বৃহস্পতিবার লেনদেন শেষে মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৭ হাজার কোটি টাকা। অর্থাৎ মূলধন বেড়েছে ১০ হাজার ১৮৫ কোটি টাকা।

গত সপ্তাহে মোট পাঁচ কর্মদিবসে লেনদেন হয়েছে, এর মধ্যে প্রথম কর্মদিবস সূচকের পতন হয়েছে। এরপর সোম থেকে বৃহস্পতিবার টানা চার কর্মদিবস সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এ সময়ে ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে যার মধ্যে ৬৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৯টির আর অপরিবর্তিত ছিল ২০৫টির।

বড় মূলধনী কিছু কোম্পানির শেয়ারের দাম বাড়ায় গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে দুই হাজার ২৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিদায়ী সপ্তাহে সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট লেনদেন হয় ৩ হাজার ৫০ কোটি ১৯ লাখ ৪৭ হাজার ৬১৫ টাকা। যা এর আগের সপ্তাহে হয়েছিল ৩ হাজার ৮৫০ কোটি ৫২ লাখ ১১ হাজার ১১১ টাকা। অর্থাৎ ৮০০ কোটি ৩২ লাখ ৬৩ হাজার ৪৯৬ টাকা লেনদেন কমেছে, শতাংশের হিসেবে যা ২০ দশমিক ৭৮ শতাংশ কম।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বিদায়ী সপ্তাহে সার্বিক সূচক ৮৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময়ে লেনদেন হয়েছে ৬৩ কোটি ১৯ লাখ ৭৬ হাজার ২৫২ টাকা। যা এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১০৪ কোটি ৫৫ লাখ ৪ হাজার ৭০৭ টাকা।