ঢাকা     ১৭ ডিসেম্বর ২০২৪ ||  ২ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়

প্রকাশিত: ১৫:২০, ২ ফেব্রুয়ারি ২০২৩

পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়

ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক ও স্টক ডিলারদের ব্যাংক ঋণের নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) রাখার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এ ধরনের লোনে ১ শতাংশ প্রভিশন সংরক্ষণ করতে বলা হয়েছে। এতদিন যার পরিমাণ ছিলো ২ শতাংশ।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়, ২০১২ সালে বাংলাদেশ ব্যাংক ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক এবং স্টক ডিলারদের ঋণের জন্য ২ শতাংশ প্রভিশন রাখার নির্দেশ দেয়া হয়। তবে নতুন নিদর্শনা অনুযায়ী, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক এবং স্টক ডিলারদের ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে ১ শতাংশ প্রভিশন সাধারণ সংরক্ষণ করতে হবে।

নতুন এই সুদ হার আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।