ঢাকা     ১৬ জানুয়ারি ২০২৫ ||  ২ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

পুঁজিবাজারে আসছে নতুন আইপিও, আবেদনের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৮, ২ মার্চ ২০২৩

পুঁজিবাজারে আসছে নতুন আইপিও, আবেদনের তারিখ ঘোষণা

পুঁজিবাজার আসছে নতুন কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ১৬ কোটি টাকা মূলধন সংগ্রহের অনুমোদন পাওয়া কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত আইপিও আবেদন চলবে।

এর আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৫৩ তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।

জানা গেছে, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পুঁজিবাজারে ১ কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে অভিহিত মূল্য ১০ টাকা দরে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। এ অর্থ দিয়ে সরকারি ট্রেজারি বন্ড, শেয়ারবাজার ও এফডিআরে বিনিয়োগ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে প্রতিষ্ঠানটি।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বিএমএসল ইনভেস্টমেন্ট লিমিটেড। শর্ত অনুযায়ী, তালিকাভুক্তির পূর্বে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।