দেশের শেয়ারবাজারে লেনদেনের নতুন সময় নির্ধারণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রমজান মাসে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চলবে।
সোমবার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি’র সহকারী পরিচালক মো. মোসাব্বির আল আশিকের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন অনুষ্ঠিত হয়। রমজানে পর আগের নিয়মেই লেনদেন চলবে বলে জানানো হয়েছে।