চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ের ব্যবসায় চমক দেখিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ। গত বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা বেড়েছে ১০২ শতাংশ।
চলতি বছরের প্রথম তিন মাসের ব্যবসায় মুনাফায় উন্নতি হয়েছে ব্যাংক খাতের প্রতিষ্ঠান উত্তর ব্যাংকেরও। গত বছরের তুলনায় কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ১৪ পয়সা।
ডিএসই তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে লাফার্জহোলসিম শেয়ার প্রতি মুনাফা করেছে ১ টাকা ৬৪ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৮১ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি মুনাফা ৮৩ পয়সা বেড়েছে।
মুনাফা বাড়ার পাশাপাশি কোম্পানিটির সম্পদ মূল্য সামান্য বেড়েছে। চলতি বছরের মার্চ শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ১১ পয়সা, যা ২০২২ সালের ডিসেম্বর শেষে ছিল ১৫ টাকা ২৫ পয়সা।
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে উত্তরা ব্যাংক শেয়ার প্রতি মুনাফা করেছে ৮৫ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৭১ পয়সা। অর্থাৎ কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফার বেড়েছে ১৪ পয়সা।
মুনাফার পাশাপাশি কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে। চলতি বছরের মার্চ শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩২ টাকা ৬৫ পয়সা, যা ২০২২ সালের মার্চ শেষে ছিল ২৯ টাকা ৫৪ পয়সা।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ ৩ টাকা ৮০ পয়সা করে পাবেন।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ৫ টাকা ৭৮ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৮ টাকা ২২ পয়সা।